বাংলাদেশ আর্কাইভ

আর্কাইভ হচ্ছে একটি সংরক্ষণাগার। এখানে গুরুত্বপূর্ণ রেকর্ড এবং মূল্যবান ঐতিহাসিক নথিপত্র সুসংবদ্ধ ভাবে সুরক্ষিত করে রাখা হয়। আর্কাইভ হতে পারে সরকারি, বেসরকারি অথবা ব্যাক্তিগত। সরকারি, বেসরকারি এবং ব্যাক্তিগত সূত্র থেকে আর্কাইভ সামগ্রী সংগৃহীত হয়ে থাকে। এ সব সামগ্রীর বয়স সরকারি ক্ষেত্রে নুন্যতম ২৫ বছর এবং বেসরকারি ও ব্যাক্তিগত পর্যায়ে ৩০ বছর হতে হয়। বাংলাদেশ আর্কাইভ রিসার্চ সেন্টার আপনার এবং আপনার বংশের অতীত, বর্তমান ও ভবিষ্যতের ইতিহাস ঐতিহ্য নিরাপত্তা ও গোপনীয়তার সহিত সংরক্ষণ করিতেছে।

  • 14608+

    Members