জাতীয় স্মৃতিসৌধঃ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করে।
জাতীয় স্মৃতি সৌধ
মানচিত্রউইকিমিডিয়া | © ওপেনস্ট্রিটম্যাপ
সাধারণ তথ্যাবলী
অবস্থা
জাতীয় শহীদদের স্মরণে
ধরন
সর্বজনীন স্মৃতিস্তম্ভ
অবস্থান
সাভার, বাংলাদেশ
নির্মাণ শুরু
১৯৭৮
সম্পূর্ণ
১৯৮২
Height
ছাদ পর্যন্ত
১৫০ ফুট (৪৬ মি)
নকশা ও নির্মাণ
স্থপতি
সৈয়দ মাইনুল হোসেন
এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।[১] এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে।[২] বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।